Safar 1447 || August 2025

নাজমুল হক - ওয়েব থেকে প্রাপ্ত

৬৭৬৮. Question

আমাদের মসজিদের পুনর্নির্মাণ কাজ চলছে তাই নামাযের জন্য মসজিদের পাশেই অস্থায়ীভাবে একটি ঘর বানানো হয়েছে তবে জায়গাটি ছোট জুমার সময় এখানে সবার জায়গা সংকুলান হয় না এর পাশেই একটা খালি বড় মাঠ আছে এলাকার লোকজন এ মাঠেই জুমার নামায আদায় করতে চাচ্ছেন

জানার বিষয় হল, উক্ত জায়গায় কি তাদের জুমার নামায আদায় হবে? মসজিদের বাইরে কি জুমার নামায পড়া যায়?

Answer

হাঁ, উক্ত মাঠে জুমার নামায সহীহ হবে কেননা জুমার নামায সহীহ হওয়ার জন্য মসজিদ শর্ত নয় মাঠেও জুমা জায়েয আছে

তবে উল্লেখ্য যে, কাছাকাছি অন্য কোনো জামে মসজিদ থাকলে এবং সেখানে জায়গা সংকুলান হলে মাঠে জুমা না পড়ে ঐ মসজিদে গিয়ে জুমা পড়াই উত্তম হবে

* >غنية المتملي< ص ৫৫১والمسجد الجامع ليس بشرط، ولهذا أجمعوا على جوازها بالمصلى في فناء المصر.

আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৫৯; আলমাবসূত, সারাখসী ২/১২০; ফাতাওয়া তাতারখানিয়া ২/৫৫০; আননাহরুল ফায়েক ১/৩৫২; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৭৯

Read more Question/Answer of this issue