Safar 1447 || August 2025

তাসফিয়া সুলতানা - মুহাম্মদপুর, ঢাকা

৬৭৬৪. Question

কিছুদিন আগে আমার গর্ভপাত ঘটে যাতে শুধু এক টুকরা গোশত বের হয় তাতে কোনো অঙ্গপ্রত্যঙ্গ প্রকাশ পায়নি এরপর লাগাতার চারদিন রক্তও বের হয় আমি তা নেফাসের রক্ত মনে করে এ কয়দিনের নামায পড়িনি

জানার বিষয় হল, তা কি নেফাস হিসেবে গণ্য হবে? এবং এ কয়দিনের নামাযের কী হুকুম? সেগুলো কি কাযা করতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু গর্ভপাত হওয়া অংশটি নিছক একটি গোশতের টুকরা ছিল, শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গের আকৃতি তাতে প্রকাশ পায়নি, তাই এরপর যে রক্ত দেখা গেছে, তা নেফাস হিসেবে গণ্য হবে না তবে গর্ভপাতের পূর্বে যদি আপনি ১৫ দিন বা ততোধিক সময় পবিত্র থাকেন, তাহলে তা হায়েয হিসেবে গণ্য হবে সেক্ষেত্রে এ দিনগুলোর নামায কাযা করতে হবে না আর যদি গর্ভপাতের পূর্বে কমপক্ষে ১৫ দিন পবিত্র অবস্থায় না কাটে, তাহলে তা ইস্তেহাযার রক্ত হিসেবে গণ্য হবে এবং এ দিনগুলোর নামায কাযা করতে হবে

* >الحاوي القدسي< /১৪৩ : وما رأت من الدم بعد السقط الذي لم يستبن خلقه من عضو وإصبع، لم يكن نفاسا، ويكون حيضا أو استحاضة.

বাদায়েউস সানায়ে ১/১৬১; আলমুহীতুল বুরহানী ১/৪৭০; ফাতহুল কাদীর ১/১৬৫; আলমুজতাবা, যাহেদী ১/১৪২; আদ্দুররুল মুখতার ১/৩০২

Read more Question/Answer of this issue