Muharram 1447 || July 2025

মেরাজ - নোয়াখালী

৬৭৬১. Question

আমার আম্মার পালিত মুরগিগুলো বাড়ির পাশের বাগানে ছিল হঠাৎ একটি বেজি মুরগিগুলোর ওপর আক্রমণ করে আম্মা মুরগির আওয়াজ শুনে দ্রুত সেখানে গেলেন গিয়ে দেখেন একটি মুরগির মাথা বেজি কামড় দিয়ে নিয়ে গেছে মুরগিটির পূর্ণ গলা অক্ষত ছিল তখন মুরগিটি ছটফট করা অবস্থায় আম্মা এনে দ্রুত জবাই করে ফেলেন এখন জানার বিষয় হল, এ মুরগিটি খাওয়া জায়েয হবে?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী যেহেতু মুরগিটির পূর্ণ গলা অক্ষত ছিল, তাই নিশ্চিত প্রাণ থাকা অবস্থায় এটিকে নিয়মানুযায়ী জবাই করে নেওয়া হলে মুরগিটি হালাল গণ্য হবে এবং এর গোশত খাওয়া যাবে

* >الفتاوى البزازية< /৩০৮ : ولو انتزع الذئب رأس الشاة، وبقيت حية تحل بالذبح بين اللبة واللحيين.

ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৩৯২; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৮৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/১৫৮; রদ্দুল মুহতার ৬/৩০৮

Read more Question/Answer of this issue