ফজলে বারী - মহিপাল, ফেনী
৬৭৫৩. Question
গত রমযানে এক মসজিদে আমি তারাবীর নামায পড়ি। বিতির নামাযের তৃতীয় রাকাতে ইমাম সাহেব কেরাতের পর তাকবীর বলে রুকুতে চলে যান। ভুলে দুআয়ে কুনূত ছেড়ে দেন। কিন্তু আমরা কজন মুসল্লী উপরের তলায় নামায পড়েছি বিধায় ইমাম যখন তাকবীর বলেছেন, আমরা মনে করেছি, তিনি এখন দুআয়ে কুনূত পড়ছেন। এজন্য আমরাও দুআয়ে কুনূত পড়তে থাকি। এরপর ইমাম যখন سمع الله لمن حمده বলে রুকু থেকে ওঠেন, তখন আমরা বুঝতে পারি, তিনি দুআয়ে কুনূত পড়েননি। এরপর আমরা সঙ্গে সঙ্গে রুকু করে নিই এবং ইমামের সঙ্গে শরীক হই।
উল্লেখ্য, ইমাম সাহেব দুআয়ে কুনূত না পড়ার কারণে সাহু সিজদা করেন। আমরাও তার সঙ্গে সাহু সিজদা করি। জানার বিষয় হল, আমাদের এ নামায কি সহীহ হয়েছে?
Answer
হাঁ, আপনাদের উক্ত নামায সহীহ হয়েছে। আপনারা রুকু করার আগে ইমাম রুকু থেকে উঠে গেলেও যেহেতু ইমামের পর আপনারা নিজে নিজে রুকুটি আদায় করে নিয়েছেন, এবং বাকি নামায ইমামের সাথে যথানিয়মে সম্পন্ন করেছেন, তাই আপনাদের ঐ নামায আদায় হয়ে গেছে। তা পুনরায় পড়তে হবে না।
* >بدائع الصنائع< ১/৩৪৭ : إذا أدرك أول صلاة الإمام، ثم نام خلفه أو سبقه الحدث، فسبقه الإمام ببعض الصلاة، ثم انتبه من نومه أو عاد من وضوئه، فعليه أن يقضي ما سبقه الإمام به، ثم يتابع إمامه لما يذكر.
–হাশিয়াতুশ শিলবী ১/২৭৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৯২; আদ্দুররুল মুখতার ১/৫৯৫; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/২৫৪