ইলিয়াস শরীফ - নাঙ্গলকোট, কুমিল্লা
৬৭৫২. Question
গত সপ্তাহে জুমার দিন আমরা কয়েকজন এক আত্মীয়ের বাসায় যাই। জুমার আগ মুহূর্তে হঠাৎ মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়। ফলে আমাদের পক্ষে আর মসজিদে যাওয়া সম্ভব হয়নি। মসজিদও ছিল বাসা থেকে একটু দূরে। তাই আমরা সেখানেই জুমার নামায পড়ে নিই। আমরা ছিলাম পাঁচজন।
জানার বিষয় হল, আমাদের জুমার নামায কি আদায় হয়েছে? আর যদি না হয়ে থাকে, তাহলে এখন কী করণীয়?
Answer
অতিবৃষ্টির কারণে জুমার নামাযের জন্য মসজিদে যেতে না পারলে নিয়ম হল, একাকী যোহর পড়ে নেওয়া; নিজেরা বাড়িতে জুমার জামাত (যোহরের জামাতও) না করা। কিন্তু কেউ যদি আযান ও খুতবাসহ ন্যূনতম চারজন মিলে ঘরেও জুমা পড়ে নেয়, তাহলে জুমা সহীহ হওয়ার ন্যূনতম শর্ত পাওয়া যাওয়ার কারণে সেটি আদায় হয়ে যাবে এবং তাদেরকে আর ঐ দিনের যোহর পড়তে হবে না। যদিও সেটি সঠিক কাজ হবে না।
* >الأجناس< للناطفي ১/১৩১ : والمسافرون إذا حضروا في مصر يوم الجمعة ليس عليهم الجمعة، ويصلون الظهر فرادى، وليس لهم أن يصلوها بالجماعة، وكذلك أهل المصر إذا فاتتهم الجمعة.
–আযযাখিরাতুল বুরহানিয়া ২/৩৯৯; খুলাসাতুল ফাতাওয়া ১/২১১; ফাতাওয়া খানিয়া ১/১৭৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪৪; আদ্দুররুল মুখতার ২/১৫১