শাহীন মুস্তাফি - মানিকনগর, ঢাকা
৬৭৫১. Question
কুরবানীর ঈদের দিন অনেক মানুষকে বিশেষত কসাইদের দেখা যায়, সালাম ফেরানোর পর খুতবা না শুনে মসজিদ থেকে বের হয়ে যায়। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা এ বলে উত্তর দেয় যে, গরু জবাই করার জন্য আমাদেরকে ছুরি নিয়ে আগে থেকে প্রস্তুত থাকতে হয়। বিলম্ব করলে আমাদের জবাইয়ের জন্য নির্ধারিত গরুগুলো হাতছাড়া হয়ে যায়। তাই খুতবা না শুনে বের হয়ে পড়তে হয়।
হুজুরের কাছে জানতে চাচ্ছি, ঈদের খুতবার হুকুম কী এবং তাদের খুতবা না শুনে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ আছে কি?
Answer
প্রশ্নোক্ত অজুহাতে খুতবা না শুনে মসজিদ থেকে বের হয়ে যাওয়া খুবই অন্যায়। খুতবা দেওয়াই হয় মুসল্লীদের উদ্দেশে। তাদের দায়িত্ব হল, চলে না গিয়ে সেখানে থেকে খুতবা শ্রবণ করা। প্রশ্নোক্ত বিষয়টি খুতবা না শুনে চলে যাওয়ার মতো কোনো ওজরও নয়। এছাড়া এটি অসুন্দর ও দৃষ্টিকটুও বটে যে, ইমাম খুতবা দিচ্ছেন আর একদল মুসল্লী উঠে চলে যাচ্ছেন। তা মুসলমানদের জামাতের ঐক্য ও সৌন্দর্য নষ্ট করে।
* >بدائع الصنائع< ১/৬১৯ : وكيفية الخطبة في العيدين كهي في الجمعة، ... ويستمع لها القوم وينصتوا؛ لأنه يعلمهم الشرائع ويعظهم، وإنما ينفعهم ذلك إذا استمعوا.
–মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৫৭৩৪; আলমাবসূত, সারাখসী ৪/৫৪; আলমুহীতুল বুরহানী ২/৪৮৩; আলবাহরুর রায়েক ২/১৫৮; আদ্দুররুল মুখতার ২/১৫৯