তাসনিয়া তানহা - টুটপাড়া, খুলনা
        
        ৬০২৬. Question
        
            আমি একটি দামি থ্রি-পিছ কিনে একটি টেইলার্সে বানাতে দিই। কোন্ ডিজাইনে কী মাপে বানাবে তা দর্জিকে বলে দিই। সে মাপ নিয়ে লিখেও রাখে। আমি তাকে বলেছিলাম, আপনি যদি ঠিকভাবে বানাতে না পারেন তাহলে আমি অন্য টেইলার্সে কথা বলে দেখব। সে তখন ঠিকভাবে বানাতে পারবে বলে জানায়। থ্রি-পিছটি বানানোর পর বাড়িতে এনে দেখি, আমি যেভাবে বলেছিলাম সেভাবে তো সে বানাতে পারেইনি উল্টো আমার থ্রি-পিছটি নষ্ট করে ফেলেছে। আমি যে মাপে দিয়েছিলাম তার থেকে অনেক টাইট ফিটিং করে বানিয়েছে এবং ঝুলেও অনেক কম দিয়েছে। ঐ থ্রি-পিছটি এখন আর আমার পরার মতো অবস্থায় নেই।
মুহতারামের নিকট জানতে চাই, আমি কি এখন দর্জিকে ঐ থ্রি-পিছটি ফেরত দিয়ে তার কাছ থেকে মূল্য দাবি করতে পারব?
         
        Answer
        
            বাস্তবেই যদি দর্জি আপনার থ্রি-পিছটি সেলাই করতে গিয়ে নষ্ট করে ফেলে এবং আপনার পরার যোগ্য না থাকে তাহলে আপনি দর্জিকে থ্রি-পিছটি ফেরত দিয়ে তার কাছ থেকে আপনার কাপড়ের মূল্য নিয়ে নিতে পারবেন।
উল্লেখ্য, যদি আপনার দেওয়া মাপের চেয়ে সামান্য বেশ কম হয় এবং মোটামুটি ব্যবহারযোগ্য হয় তাহলে থ্রি-পিছটি ফেরত দিয়ে মূল্য দাবি করতে পারবেন না। 
 
         
        -আলমাবসূত, সারাখসী ১৫/৭৯; খুলাসাতুল ফাতাওয়া ৩/১৩৭; আলমুহীতুল বুরহানী ১২/৪০, ৪৮; আলইখতিয়ার ২/১২৮; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/২৮২, ২৮৪; রদ্দুল মুহতার ৬/৬৫ 
        Sharable Link