Jumadal Akhirah 1447   ||   December 2025

খবর... অতঃপর...

r জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নিষ্ঠুর দমন-পীড়ন ‘ভুল’ ছিল : জয়

চ্যানেল আই অনলাইন, ২৩ অক্টোবর ২০২৫

l তবে এই অপরাধবোধ জাগ্রত হতে অনেক বিলম্ব হয়ে গেছে

 

r ইসরাইল আরব যুক্তরাষ্ট্র ইউরোপসহ ৬৩ দেশ মিলে গাজায় গণহত্যা চালায় : জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ

সোমবার প্রকাশিত তার সর্বশেষ প্রতিবেদন ‘গাজা জেনোসাইড : এ কালেক্টিভ ক্রাইম’-এ তিনি একথা বলেন

যুগান্তর, ২৪ অক্টোবর ২০২৫

l খুবই সত্য কথা এটা তো অবধারিত যে, ইসরাইল অন্যের প্রত্যক্ষ-পরোক্ষ শক্তি-সহায়তা ছাড়া একা এমন জঘন্যতম হত্যা-নির্যাতন চালাতে পারত না জাতিসংঘের প্রতিবেদনে সে বাস্তবতাই ফুটে উঠেছে

 

rআমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’ পিরোজপুর নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহাগ মৃধা

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ২৪ অক্টোবর ২০২৫

l আশঙ্কার বিষয় হচ্ছে, এ ধরনের হাইব্রিড নেতারাই মাঠ গরম করছে বেশি কিন্তু তারেক রহমানসহ বিএনপির কর্ণধারদের এ বিষয়ে কোনো মন্তব্য তো শোনা যাচ্ছে না

 

r আমার ছবির উপ্রে যখন ম্যাডাম খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি শোভা পাবে, তখন এই এলাকার প্রত্যেকটি আবাল-বৃদ্ধ আমার সমাবেশে আসতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে

আজকে তো আসছি খেজুর গাছের মার্কা নিয়া (নিজ দলের মার্কা), এজন্যই এই অবস্থা (লোকজন কম) কিছুদিন পরেই দেখবেন পতপত করছে ধানের শীষ মার্কা মাওলানা মনির কাসেমী

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ২৫ অক্টোবর ২০২৫

l এধরনের ভাঁড়ামোর আগে নিজেকে কোনো ইসলামী দলের প্রতিনিধি হিসেবে প্রচার করা থেকে বিরত থাকা দরকার

 

r ঢাকঢোল পিটিয়ে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামাতে পারল না বিজেপি সরকার

প্রথম আলো, ২৯ অক্টোবর ২০২৫

l অসম্মান ও লাঞ্ছনা কারও জন্য অবধারিত হয়ে গেলে কোনো কৌশলই তাকে সঙ্গ দেয় না নরেন্দ্র মোদির অবস্থা দিন দিন এমন লেজেগোবরে হয়ে যাচ্ছে

 

r মির্জা ফখরুল বললেন, একাত্তরে তাঁর বাবা ছিলেন ভারতে

প্রথম আলো, ১০ নভেম্বর ২০২৫

l একাত্তর নিয়ে টানাটানির দরকার নেই বাবা যাই থাকুন, মির্জা ফখরুল এখন কী করছেন, সেটাই দেখার বিষয় তাঁর বাবার ভালো-খারাপে এদেশের জনগণের কিছু আসবে যাবে না তবে মির্জা ফখরুলরা যেন ভারতের অযাচিত দাবি না মেনে নেন, পতিত স্বৈরশাসকের মতো ভারত যা চায় তার চেয়ে বেশি দিয়ে দেওয়ার নীতি গ্রহণ না করেন, জাতীয় স্বার্থ যেন ধরে রাখেন সেটা জনগণ চায় ভারতের সাথে বাংলাদেশ যেন সার্বভৌমত্ব রক্ষা করে চলতে পারে, মির্জা ফখরুলরা সেটা নিশ্চিত করে কি না সেটা জনগণ দেখবে তাঁর বাবা একাত্তরে কী করেছেন, তা নিয়ে টানাটানি করা অবান্তর

 

r বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব

কালের কণ্ঠ, ১১ নভেম্বর, ২০২৫

l সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, মির্জা ফখরুল একথার ব্যাখ্যা দিয়েছেন তবুও তিনি সরাসরি অস্বীকার করেননি বিএনপির শীর্ষ নেতৃত্বের এই অবস্থান আসলেই জনগণকে শঙ্কিত করে তুলছে, তারা এখন থেকেই আওয়ামী লীগের প্রতি যে দরদ ও মহব্বত দেখাচ্ছেন, ক্ষমতায় গেলে কী করবেন তা নিয়ে গণমানুষের ভাবনা বেড়েই চলেছে

 

rসুযোগ’ পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি

বিবিসি নিউজ বাংলা, ১১ নভেম্বর ২০২৫

l অন্যের ওপর ভর করেই তো জাতীয় পার্টি দুই দশক চলে আসছে এখনো তারা সে নীতিতে চলতে চায় দেখা যাক, দীর্ঘদিনের গৃহপালিত বিরোধী দলটিকে অন্য দলগুলো কীভাবে গ্রহণ করে

 

rদুপুরে সমালোচনা করলেও রাতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির’

জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দেওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি

বৃহস্পতিবার রাতে গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে, জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এর আগে প্রধান উপদেষ্টার ভাষণের পর এক প্রতিক্রিয়ায় নিজ বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা ‘মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন’

বিবিসি বাংলা, ১৩ নভেম্বর ২০২৫

l একবছর ধরেই বৃহৎ দলটির অবস্থান বারবার পরিবর্তন হতে দেখা গেছে একবার দেখা গেল, অন্তর্বর্তীকালীন সরকারের নীতির বিপক্ষে, আবার দেখা গেল, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একাকার হয়ে গেছে লন্ডনে তাদের নেতার সাথে প্রধান উপদেষ্টার দেখা হওয়ার পর তারা খুশি ইদানীং আবার বেজার বেজার ভাব দেখা যায় আসলে প্রধান উপদেষ্টা তো বিএনপির কথা রেখেই একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন দিয়েছেন বিএনপির হাবভাবে এখনো বোঝা যায় না, তারা পরিকল্পিতভাবে চলার অবস্থানে গিয়েছে, নাকি এখনো তাদের লেজেগোবরে অবস্থা রয়ে গেছে

 

r গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের

প্রথম আলো, ১৪ নভেম্বর ২০২৫

l এটা বিএনপির দলীয় বক্তব্য কি না জানা যায়নি বিএনপি এখনো তার অবস্থান পরিষ্কার করেনি সময়ই বিএনপির অবস্থান বলে দেবে বিএনপি যে সংস্কার চায় না, গতানুগতিক পথে চলতে চায়, জয়নুল আবদিন ফারুক এ বক্তব্য দিয়ে সেটাই প্রমাণ করলেন

 

r বাংলাদেশ আওয়ামী লীগ একটি জনপ্রিয় রাজনৈতিক দল ৫-১০টা খারাপ নেতা-কর্মীর জন্য পুরো দলটাকে আপনি খারাপ বলতে পারেন না মমিনুল হক, বিএনপি মনোনীত এমপি প্রার্থী, চাঁদপুর-৫ আসন

সামাজিক যোগাযোগ মাধ্যম, ১৪ নভেম্বর ২০২৫

l তাঁর কথা ঠিক হয়ে থাকলে বিএনপির প্রয়োজনটাই বা কী থাকে? বিএনপি প্রতিষ্ঠাইবা কেন পেল? এ দলটা থাকারই বা কী দরকার? বিএনপি আওয়ামী লীগ একাকার হয়ে গেলেই তো পারে দুটো দল মিলে একটি দল হয়ে যাক অথবা বিএনপিকে আওয়ামী লীগের মধ্যে বিলীন করে দেওয়া হোক তিনি বিএনপির নেতা কেন?

আওয়ামী লীগ ভালো হয়ে থাকলে তিনি আওয়ামী লীগের নেতাই হতেন এখানেই জনগণের আশঙ্কা, বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, আওয়ামী স্বৈরাচার আবার তাদের ঘাড়ে চড়ে জনগণের ওপর সওয়ার হয় কি না!

 

r ভারতের দালাল প্রার্থীদের ভোট দেবেন না : মাহমুদুর রহমান

আমার দেশ, ১৫ নভেম্বর ২০২৫

l আহ্বানটি ভালো তবে এর থেকে বেশি দরকার, দলগুলোর ওপর চাপ প্রয়োগ করা, তারা যেন দালাল প্রার্থীদেরকে মনোনয়নই না দেয় জনগণ কীভাবে চিনবে কারা দালাল, কারা দালাল না? সাধারণ মানুষ তো অনেকের চরিত্র ও বাইরের কানেকশন সম্পর্কে ওয়াকিফহাল থাকে না

 

r বাগমারায় ৯৫ কোটি টাকা নিয়ে ১৮ সমিতি উধাও, নিরুপায় দুই হাজারের বেশি গ্রাহক

প্রথম আলো, ১৯ নভেম্বর ২০২৫

l অতি লোভ এবং অপরিণামদর্শিতার ফল বিভিন্ন সময়ে অতি মুনাফার লোভ দেখিয়ে, কখনো কখনো ইসলামী পন্থায় এবং শরীয়া অনুযায়ী পরিচালিত হওয়ার দাবি করে বহু সংস্থা ও গোষ্ঠী এই ধরনের প্রতারণা করেছে কয়েক বছর যেতে না যেতেই নতুন নতুন নামে, নতুন পন্থায় এগুলো করতে থাকে অনেকে বলে থাকেন, এখানে প্রতারকদের চেয়ে প্রতারিতরা কম দায়ী নয় অতি মুনাফার লোভে অনেক সময় মানুষ এ ধরনের ঝুঁকি নিয়ে থাকে এটা চিন্তা করে না, সত্যিকারের ব্যবসায় এত বেশি লভ করা সম্ভব না এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে মানুষের সচেতন ও সতর্ক হওয়ার বিকল্প নেই

অবশ্যই মুসলমানদেরকে হালাল পন্থায় জীবনযাপন করতে হয় হালাল ব্যবসা করা, হালাল বিনিয়োগ করা, হালাল বিনিয়োগ নেওয়া কিন্তু হালালের সাথে সাথে যথাযথ পন্থায় ব্যবসা করা, শুধু কাগজে-কলমে  হালাল না হয়ে বাস্তবেই হালাল হওয়া আবশ্যক শুধু নামে হালাল হলে, হালালের সার্টিফিকেট নিলেই হালাল হয়ে যায় না আমলীভাবেও হালাল হতে হয় শুধু নাম দেখে বা সাইনবোর্ড দেখে কেউ যেন প্রতারিত না হয়, সেদিকেও বিনিয়োগকারী, দ্বায়িত্বশীল ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সতর্ক থাকা দরকার

 

r ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান

নারীদেরকে ঘরে বন্দি রাখা ইসলামের নীতি নয়’

ঢাকা পোস্ট, ১৯ নভেম্বর ২০২৫

l জামায়াত এভাবেই নিজেরা ইসলাম তৈরি করে নারীদেরকে ঘরে বন্দি রাখা এটা কোনো মুসলমানের ভাষা না এ ভাষাটাই বিজাতীয়দের নারী কেন বন্দি থাকবে? একজন নারী মা একজন নারী দাদি একজন নারী নানি তিনি আবার কখনো স্ত্রী নারী নিজের বাড়িতে থাকে নিজের ঘরে কেউ বন্দি থাকে না কুরআন বলেছে

وَ قَرْنَ فِیْ بُیُوْتِكُنَّ.

তোমরা তোমাদের ঘরে থাকো সূরা আহযাব (৩৩) : ৩৩

অর্থাৎ নারীদের আবাসস্থলকে কুরআনে তাদের নিজের বাড়ি বলা হয়েছে জামায়াতে এমন অনেক লোক আছে, যারা ইসলাম, শরীয়ত নিজেরা আবিষ্কার করে, নিজেরা তৈরি করে নিজেরা যা বলে, সেটাই তাদের কাছে ইসলাম হয়ে যায় ইসলামের নীতি কোন্টা তা আব্দুল মান্নান বলার কে? তিনি কি কোনো মৌলিক সূত্র থেকে ইসলাম শিখেছেন? যদি শিখেই থাকেন, তাহলে এতটুকু জ্ঞানও কেন তাঁর নেই

 

r একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

কালবেলা, ২১ নভেম্বর ২০২৫

l বাপ-চাচারা ভিন্ন স্বপ্ন দেখলেও?! একাত্তরে এ ভদ্রলোকের জন্মও হয়নি তিনি আবার বিগত সরকারের আমলের মতো রঙিন স্বপ্ন দেখা শুরু করলেন আগে এ ধরনের কথাবার্তা চিহ্নিত এক গোষ্ঠীর রাজনীতিবিদদের মুখ থেকে বের হত এখন দেখা যাচ্ছে, জামায়াতও এক্ষেত্রে পিছিয়ে নেই!

 

r বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে অগণিত মুসলমান, মাদ্রাসা, মসজিদ, ইমাম-উলামা থাকা সত্ত্বেও কেন এত অন্যায়, দুর্নীতি, চুরি ও অর্থপাচার হচ্ছে তিনি বলেন, ‘একটা মসজিদ তৈরি করতে মানুষ যে আগ্রহ দেখায়, সেই আগ্রহ ভালো মানুষ তৈরিতে কোথায় হারিয়ে যায়, বুঝি না

দৈনিক ইত্তেফাক, ২২ নভেম্বর ২০২৫

l কারণটা তো খুবই স্পষ্ট জানি না মির্জা ফখরুল সাহেব হয়তো ভালো মানুষ তার দলের নেতাকর্মীরাই মসজিদগুলোতে দখলবাজি করে মসজিদে ভালো মানুষকে তারা দায়িত্ব নিতে দেয় না এখনো তো তারা ক্ষমতায় আসেনি বিগত ফ্যাসিবাদী আমলে তৎকালীন ক্ষমতাসীনরা মসজিদ-মাদরাসার কমিটিগুলোতে দখলবাজি করেছিল শিক্ষা বোর্ডগুলো দখল করেছিল সেখানে তাদের আজ্ঞাবহ লোক বসিয়েছিল তারা ক্ষমতাচ্যুত হতে না হতেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিএনপির লোকেরা অনেক জায়গায় এখনই মসজিদগুলো দখল করে বসেছে মসজিদগুলোতে ভালো মানুষ বসতে পারলে তো সেখানে থেকে ভালো মানুষ বের হয়ে আসবে!

দ্বিতীয় কথা হচ্ছে, বিএনপি এখনো ক্ষমতায় যেতে পারেনি ফখরুল সাহেবরা খবর নিলে দেখতে পাবেন, বিএনপি’র লোকেরা সারা দেশে এ পর্যন্ত কত ইমামকে লাঞ্ছিত করেছে তাদের পক্ষে কথা বলতে বাধ্য করেছে শরীয়তের কথা বলতে গিয়ে কোনো কথা তাদের বিপক্ষে গেলে কীভাবে তারা অপদস্থ করছে ফখরুল সাহেবরা আলেমদেরকে দোষ না দিয়ে নিজেদের চেহারা যদি আয়নায় দেখতেন, তাহলে বেশি ভালো করতেন এই ধরনের তির্যক মন্তব্য শুধু ফখরুল না, গোটা বিএনপিকে ডুবায় কি না সেটা খালেদা জিয়া ও তারেক রহমানের চিন্তা করা দরকার

 

প্রতিবেশী রাষ্ট্র

r বাংলাদেশে সরকার পতনের জন্য দায়ী দুর্বল শাসনব্যবস্থা : অজিত দোভাল

আরটিভি নিউজ, ১ নভেম্বর ২০২৫

l শুধু দুর্বল বললেই তো হবে না, স্বৈরতন্ত্র, নির্যাতন এগুলোকে তারা সাথে যোগ করলে ধরে নেওয়া হবে, দেরিতে হলেও সত্যকে অন্তত মুখে উচ্চারণ করছে

 

আন্তর্জাতিক

rমোদি দেখতে সুন্দর... কিন্তু তিনি একজন খুনি’, বললেন ট্রাম্প

নিউজ টুয়েন্টি ফোর, ২৯ অক্টোবর ২০২৫

l এটা আমেরিকার একধরনের ফ্যাশন প্রয়োজনে আমেরিকা নীতি বদল করে আজকে একরকম বলে, কালকে আরেক রকম বলে এ আমেরিকাই একসময় নরেন্দ্র মোদিকে গুজরাটের কসাই হিসেবে মেনে নিয়ে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল; পরে আবার মোদি আমেরিকার ঘনিষ্ঠ বন্ধুও হয়ে উঠেছিলেন এখন আবার মোদির সাথে দূরত্ব মোদির সাথে যতই দূরত্ব হোক, ইসরাইলের ক্ষেত্রে আমেরিকা ও ইন্ডিয়া একই নীতিতে চলে

মোদিকে যে তিনি খুনি বলেছেন, তা তো একেবারেই বাস্তবসম্মত একইভাবে নেতানিয়াহুও ঘাতক ও খুনি এবং মোদি ও নেতানিয়াহু ভাই ভাই দেখা যাক, মোদিকে খুনি আখ্যা দেওয়ার নীতিতে আমেরিকা কতদিন অটল থাকে

 

r অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতির সমাপ্তি হয়েছে : তুলসী গ্যাবার্ড

প্রথম আলো, ২ নভেম্বর ২০২৫

l আসলেই কি তাই? ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা ও হাবভাবে তো এমনটা বোঝা যায় না এমনটি হয়ে থাকলে ভালো অন্যদেরকে নিয়ে নাক না গলিয়ে আমেরিকা যদি নিজের মাঝে সীমিত থাকে, তাহলে সেটাকে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে ধর্তব্য হবে

 

r সৌদিতে সংগীত বিষয়ে প্রশিক্ষণ পাবেন আরও ১৭ হাজার নারী

আরটিভি অনলাইন, ০৬ নভেম্বর ২০২৫

l দেশের তরুণ প্রজন্ম ও যুবক-যুবতীদের এ ধরনের ধোঁয়াশায় ফেলে এবং নেশায় মত্ত রেখে এমবিএস তাঁর ক্ষমতা দীর্ঘ থেকে দীর্ঘতর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখা যাক শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকে?

 

r খাসোগি হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প

আমার দেশ, ১৯ নভেম্বর ২০২৫

l ট্রম্প-এমবিএস ভাই ভাই এটা তো নতুন কিছু না তাদের আন্তরিকতা, তাদের ‘দুই দেহ এক প্রাণ’ তো ট্রাম্পের আগের মেয়াদেও দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প তো একথা বলবেনই আমেরিকাকে হাজার কোটি ডলার বিনিয়োগ আনিয়ে দেওয়ার জন্য আরও কিছু করতে হলেও ট্রাম্প এমবিএসের জন্য করবে

গ্রন্থনা : ওয়ালিউল্লাহ খান

 

 

advertisement