Muharram 1447   ||   July 2025

খবর...অতঃপর...

জাতীয়

r দিল্লি নয় পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে তারেক রহমান

নয়া দিগন্ত, ২৯ মে ২০২৫

l পিণ্ডির প্রসঙ্গ তো এখন অপ্রাসঙ্গিক এদেশের রাজনীতিতে পিণ্ডির কোনো অবস্থান আছে বলে মনে হয় না বিএনপি কি এটা জোর দিয়ে বলতে পারবে, তারা দিল্লিকে বাদ দিয়ে অগ্রসর হচ্ছে বিএনপির বড় বড় নেতারাও বিগত নির্বাচনের সময় দিল্লি থেকে ঘুরে এসেছেন

r আগামী নির্বাচনে সকাল দশটায় নিজেরা নিজেদের বিজয়ী ঘোষণা করতে পারে একটি দল, এমন অভিযোগ ডা. শফিকুল ইসলাম মাসুদের

জনকণ্ঠ, ৩১ মে ২০২৫

l ভোট কারচুপি হয়েছে বলে যারা নিজেরাই নির্বাচন থেকে সরে গিয়েছিল, সে নির্বাচনের মেয়াদও পার হয়ে গেছে, সে নির্বাচনের দোহাই দিয়ে যারা ক্ষমতায় বসতে চায় এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তর জোর করে দখল করে রাখে তাদের দ্বারা এটাও অসম্ভব নয়

r সরাসরি সম্প্রচার হচ্ছে শেখ হাসিনার বিচারকাজ

ঢাকা পোস্ট, ১ জুন ২০২৫

l এর কোনো দরকার ছিল বলে মনে হয় না আইনের ভাষা, আইনের তর্ক-বিতর্ক কি সাধারণ জনগণের বোধগম্য বিষয়? এধরনের হাই প্রোফাইল মামলা সম্প্রচারের রীতি রয়েছে কোনো কোনো দেশে তবে হাসিনা এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকেননি, যার বিচার সাধারণ নিয়মে হলে জনগণ মনে করবে, হাসিনা তো অন্যায় করেননি, তার ওপর দোষ চাপানো হয়েছে হাসিনা যে এদেশের সর্বনাশ করে গেছেন, তা সাধারণ মানুষও বোঝে সুতরাং হাসিনার মামলার কার্যক্রম দেশের টাকা খরচ করে প্রচার করতে হবে এবং সবাইকে শুনিয়ে আস্থা অর্জন করতে হবে এ হীনম্মন্যতায় রাষ্ট্র না ভুগলেও হয়

r শ ম রেজাউল করিমের পালিয়ে যাওয়ার শ্বাসরুদ্ধকর কাহিনী!

তিনি সাক্ষাৎকারে বলেন, ‘সীমান্তে পৌঁছানোর পর যাদের মাধ্যমে সীমান্ত পার হতে হয়, তারা আগে টাকা ছাড়া কিছু করত না কিন্তু আমার কাছে তখন কিছুই ছিল না তাদের দয়াতেই হয়তো, আমাকে এক গাছবাগানের ভেতর নিয়ে যাওয়া হয় সেখানে একটি কর্দমময় পুকুরে প্রায় তিন ঘণ্টা লুকিয়ে ছিলাম তারকাঁটার আঘাতে শরীর ছিঁড়ে গিয়েছিল’ চার ঘণ্টার প্রচেষ্টায় তিনি সীমান্ত পার হন এবং ওপারে যোগাযোগ করে একজনের সহায়তায় এক বাড়িতে আশ্রয় নেন

জনকণ্ঠ, ১ জুন ২০২৫

l এদেশে আপনাদের বিচার হবে কি না এখনো যথেষ্ট সন্দেহ আছে তবে এতটুকু যা হয়েছে, সেটাও কম বিচার বলে মনে হয় না জনগণের টাকায় যারা রাজার হালে জীবনযাপন করেছেন, ধরাকে সরা জ্ঞান করেছেন, তাদের জন্য এটাও কম শাস্তি নয়

r বাজেট-উত্তর সংবাদ সম্মেলন

বাজেট কিছুটা গতানুগতিকই হয়েছে

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটটি কিছুটা গতানুগতিকই হয়েছে বলে স্বীকার করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তিনি বলেছেন, ‘প্রাথমিকভাবে মনে করি বাজেট জনবান্ধব এবং ব্যবসাবান্ধব অনেকে বলেছেন আমরা আগের পদাঙ্ক অনুসরণ করেছি আসলে চট করে বিপ্লবী একটা বাজেট দিয়ে দেব, দারুণ একটা রাজস্ব আয় করে ফেলব, তা সম্ভব নয়

অর্থ উপদেষ্টা এ-ও বলেন, চলতি অর্থবছরের তুলনায় আগামী বাজেট যেহেতু ছোট হচ্ছে, তাই এর বাস্তবায়ন খুব কঠিন হবে না

প্রথম আলো, ৪ জুন ২০২৫

l গতানুগতিক হওয়া তো স্বাভাবিক কারণ সরকারের অর্থনৈতিক ব্যবস্থার তো কোনো পরিবর্তন হয়নি সেই পুঁজিবাদী পন্থা, ঋণ করে চলার মানসিকতা, সাধারণ মানুষের ওপর করের চাপ এসব বৈশিষ্ট্যমণ্ডিত বাজেটেই তো বিগত বছরগুলোতে এদেশের মানুষ অভ্যস্ত হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার সে ব্যবস্থাপনার ভেতর দিয়েই তো যাচ্ছে তবে গতানুগতিকতার ভেতরেও এবারের বাজেটে কিছু ব্যতিক্রম লক্ষ করা গেছে যেমন, বিগত সময়ে শুধু ফুটানি দেখানো এবং লুটপাটের উদ্দেশ্যে প্রতি বছরই বাজেটের আকার বাড়ানো হয়েছে; কিন্তু এ বছর তার ব্যতিক্রম ঘটেছে বাজেটের আকার গত বছরের তুলনায় কমানো হয়েছে এছাড়া বিগত বছরগুলোতে জিডিপি প্রবৃদ্ধির মিথ্যা ও মনগড়া হিসাব-নিকাশ প্রদান করা অনেকটা নিয়মে পরিণতে হয়ে উঠেছিল; কিন্তু এবার সরকার সে পথে হাঁটেনি জিডিপি প্রবৃদ্ধির হার কমিয়ে দেখানো হয়েছে বাজেটের আকার কম হওয়াতে রাষ্ট্রের ঋণের বোঝাও কমবে পরবর্তী সরকারগুলো এ ধারা অব্যাহত রাখতে পারলে একসময় ঋণের চক্র থেকে বের হয়ে আসাও সম্ভব হবে অবশ্য চোখের সামনের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ আশা কজনইবা করবেন?

r লেখক মহিউদ্দিন আহমদের ফেসবুক স্ট্যাটাস

৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসা যথেষ্ট হয়েছে, আর নয়

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজের লেখা বই ‘এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল’-এর একটা ছবি জুড়ে দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি এতে তিনি লেখেন, ‘অনেক সত্যিকার মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি আমিও তাদের একজন আমি একাত্তরের ৩১ জুলাই অস্ত্র নিয়ে দেশে ঢুকেছিলাম অথচ ডিসেম্বরের ১৬ তারিখের পরে ভারত থেকে আসা লোকেরা রাইফেল হাতে পোজ নিয়ে ছবি তুলে দিব্বি ভাতা খেয়ে বেড়াচ্ছে একটা সার্টিফিকেটের জন্য দৌড়াদৌড়ি করতে হবে, এটা কখনো মাথায় আসেনি

মুক্তিযোদ্ধা ভাতা বন্ধে কয়েকটি প্রস্তাব জানিয়ে তিনি ওই স্ট্যাটাসে আরও লেখেন, ‘অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বছরের পর বছর গরিবের ট্যাক্সের টাকায় পেনশন নিচ্ছে কয়েক বছর পরপর সরকার বদল হয় আর দলীয় বিবেচনায় মুক্তিযোদ্ধার তালিকা বদলায় এটা বন্ধ হওয়া দরকার

আমার প্রস্তাব :

১. মুক্তিযোদ্ধা ভাতা অবিলম্বে বন্ধ করুন কারণ এই ভাতার গন্ধেই ধান্দাবাজেরা জুটেছে

২. জামুকা এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিলুপ্ত করুন এরা টাকা খেয়ে অনেককে মুক্তিযোদ্ধা বানিয়েছে

৩. দুর্নীতির আখড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভেঙে দিন এবং এই সংস্থার আয়ত্তে থাকা সকল বাণিজ্যিক স্থাপনা ও প্রতিষ্ঠান নিলাম ডেকে বেচে দিন

তিনি আরও লেখেন, ‘আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছিল আমরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিরোধযুদ্ধ করেছি বিবেকের তাড়নায় ব্যক্তিগত লাভালাভের জন্য নয় যারা বেতন-ভাতা, পদ-পদোন্নতির জন্য যুদ্ধ করে, তাদের আমরা মার্সেনারি বা ভাড়াটে যোদ্ধা বলি ৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসায় যথেষ্ট হয়েছে আর নয়

মানবজমিন, ৫ জুন ২০২৫

l মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ তার মন্তব্য দ্বারা এটা প্রমাণ করলেন, সকল মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের দাবিদার লোকেরাই মতলববাজ এবং রাষ্ট্রের সুবিধাভোগী নয়; বরং তাদের অনেকেই শুধু দেশের জন্য যুদ্ধ করেছেন যে দাবিগুলো তিনি তার স্ট্যাটাসে করেছেন, সেগুলো কেবল যৌক্তিকই নয়; বরং সত্যিকারের মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করার জন্য অপরিহার্যও বটে এ মুক্তিযুদ্ধের নামে যে কত প্রকারের ব্যবসা, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ এবং দুর্নীতিবাজ ক্ষমতাবানদের আত্মীয়স্বজনকে মুক্তিযুদ্ধের সন্তান ও নাতিপুতির নামে জনপ্রশাসনে ঢুকিয়ে সেটিকে অযোগ্য ও অকর্মণ্যদের আখড়া বানানো হয়েছে তা তো আর বিশ্লেষণ করে বলার দরকার নেই যারা সত্যিকার অর্থে দেশের জন্য যুদ্ধ করেছেন, তারা তো তাদের চৌদ্দ গোষ্ঠীকে রাষ্ট্রের চাকরি দেওয়া বা রাষ্ট্রীয় ভাতা পাওয়ার জন্য যুদ্ধ করেননি তাহলে সাধারণ জনগণের টাকায় এ লুটপাটের আয়োজন কেন? ভুলে গেলে চলবে না, এই যে আজীবনের জন্য জনগণের মাথার ওপর জেঁকে বসা স্বৈরাচারের পতন হল ২০২৪ সালের আগস্টে, সে গণ আন্দোলনও এ তথাকথিত মুক্তিযোদ্ধা কোটার আইনকে কেন্দ্র করেই শুরু হয়েছিল

অন্তর্বর্তীকালীন সরকার বেশিদিন তো ক্ষমতায় থাকবে না; কিন্তু তারা যদি মহিউদ্দিন আহমদের মতো মুক্তিযোদ্ধাদের ম্যান্ডেট নিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা কেন্দ্রিক রাষ্ট্রের সুযোগ-সুবিধাগুলো বাতিলের পদক্ষেপ নিত, তবুও তো একটা কাজ হত

r ক্ষমা চাওয়া, ভুল স্বীকার পরে দেখা যাবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সরকারের ভুল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবো, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন

আমার দেশ, ৬ জুন ২০২৫

l তিনি কবে দেশে আসবেন সেটা তো দেশবাসীকে জানাননি কত বড় সাহসী লোক! উনারা যদি সৎ ও সাহসী লোক হতেন, তাহলে তো আইনের মোকাবেলা করতেন বাথরুমে দীর্ঘ সময় লুকিয়ে থেকে বাহাদুরের মতো প্রভুর দেশে চলে গেলেন সেখানে বসে আবার মুখ খোলাও শুরু করেছেন

প্রশ্নটা অন্য জায়গায়, ওবায়দুল কাদেররা মিডিয়ায় কথা বলার অবস্থানে গেল কাদের কল্যাণে? জনগণের বুঝে রাখা দরকার

r জাতীয় চক্ষুবিজ্ঞান

৬০০ কোটি টাকার হাসপাতাল এখন জুলাই আহতদের ‘আবাসিক হোটেল’

জাগো নিউজ, ৯ জুন ২০২৫

l এই না হলে আমরা বাঙালি! রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়া ছাড়াই এই অবস্থা! রাষ্ট্রীয় ক্ষমতা পেলে দেশ কোথায় নিয়ে যাবে, ভাবনার বিষয়!

r আবারও করোনার সংক্রমণ বাড়ছে, মাস্ক পরার পরামর্শ

কালের কণ্ঠ, ১১ জুন ২০২৫

l সতর্কতা সবারই থাকা দরকার তবে করোনা ব্যবসা এবার জমবে বলে মনে হয় না

r অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়েছেন (আওয়ামী লীগ) তাদের কেউই ভুল স্বীকার করেননি; বরং তারা জনগণকে উত্তেজিত করছেন

জাগো নিউজ, ১১ জুন ২০২৫

l এদেশে ভুল স্বীকার করার রেওয়াজ নেই এর মূল কারণ হচ্ছে, দুষ্কৃতিকারীদের শাস্তি না হওয়া উপযুক্ত শাস্তি সুনিশ্চিত করা গেলেই না ভুল স্বীকার করবে এখানে জনগণের ওপর জুলুম করে যে কেউ পার পেয়ে যায় জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে আরামে জীবন যাপন করে আবার কিছু দিন পর দেশেও ফিরে আসে; কিছুই হয় না প্রধান উপদেষ্টা তাদের কাছ থেকে ভুল স্বীকারের আশা করেন কীভাবে? তাদের ভুল স্বীকারের কোনো দরকারই নেই তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করুন এভাবেই তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে

r মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

ডেইলি স্টার, ১৪ জুন ২০২৫

জামায়াতের পথসভায় বিএনপির হামলা, আহত ৫

ইত্তেফাক, ১৪ জুন ২০২৫

l বাস্তবতা হচ্ছে, সারা দেশেই বিএনপির পাতি নেতাদের তাণ্ডব চলছে তারা রাতারাতিই পতিত আওয়ামীলীগের জায়গাগুলো দখল করে নিয়েছে বিএনপির বড় নেতারা যে নির্বাচন আর ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত, তারা কি ভেবে দেখেছেন, তারা ক্ষমতায় এলে এসমস্ত হাইব্রিড নেতাদের কে নিয়ন্ত্রণ করবে? এদের আদর্শ তো হচ্ছে পতিত আওয়ামী সরকারের পাতি নেতারা, যারা এদেশের আবহমান কাল থেকে চলে আসা গ্রামবাংলার শান্তিপূর্ণ সহাবস্থান এবং সম্প্রীতি বিনষ্ট করে নিজেদের আধিপত্য বিস্তার করে জুলুমের রাজত্ব কায়েম করেছিল গ্রামে গ্রামে, প্রতিটি অঞ্চলে যে কারণে বিএনপির তরুণ যুবকরা পালিয়ে বেড়িয়েছিল তারাই এখন বাড়ি ফিরে এসে একই কাণ্ড ঘটাচ্ছে তারা মনে করছে, রাজনীতি এটারই নাম আওয়ামী লীগ এতদিন যা করে গেছে, আমরা এখন তাই করে যাব বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এদের ব্যাপারে কী ভেবে রেখেছে? বিএনপির ৩১ দফায় তো এসব কিছু বলা নাই তাদের এসমস্ত লোকদেরকে তারা কীভাবে নিয়ন্ত্রণ করবে জনগণকে কীভাবে শান্তির নিঃশ্বাস নিতে দেবে যদি এদেরকে বিএনপি নিয়ন্ত্রণ না করতে পারে, এমন কোনো ফর্মুলা তার কাছে না থাকে, তাহলে বিগত স্বৈরাচারের আমলে গ্রাম-বাংলায় যা হাল হয়েছিল, ভবিষ্যতে তার চেয়ে ভালো কিছুর আশা করা যায় না

r নগর ভবন চলবে আমাদের তত্ত্বাবধানে, চালু থাকবে নাগরিকসেবা : বিএনপি নেতা ইশরাক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ১৫ জুন ২০২৫

l প্রশ্ন হচ্ছে, যে নির্বাচনের কথা বলে ইশরাক নিজেকে নগরপিতা বলে ঘোষণা দিচ্ছেন, সে নির্বাচনকে তো তারাই তখন বাতিল বলেছিল, বয়কট করেছিল সে নির্বাচনে ভোট কারচুপি দেখে তারাই তো সে নির্বাচনকে খারাপ নির্বাচন বলেছিল না মানার ঘোষণা দিয়েছিল অথচ স্বৈরাচার সরকারের পাতানো নির্বাচনের ওপর ভিত্তি করে তারা এখন ক্ষমতায় বসতে চায়! ইতিমধ্যে তারা দখল শুরু করে দিয়েছেন রাজধানীর গুরুত্বপূর্ণ কেন্দ্রে তারা দলবল নিয়ে জোর করে বসে গেছে আইনের প্রতি তাদের আস্থা ও শ্রদ্ধা কতটুকু আছে, তা তো বোঝাই যায় ঈদের আগেও দেখা গেছে, তিনি ঈদগাহ মাঠ মেয়র হিসেবে পরিদর্শন করে আসছেন!

r ইসলামী দলগুলোর নানা সমীকরণ

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানা হিসাব নিকাশ চলছে ইসলামী দলগুলোতে

আমার দেশ, ১৬ জুন ২০২৫

l সমীকরণ পরে আগে ইসলামী দলগুলো সত্যিকারে ইসলামী হয়ে উঠুক মানুষ যেন বুঝতে পারে, তাঁরা এমপি-মন্ত্রী হওয়ার লোভে বা জাগতিক সুযোগ-সুবিধার আশায় রাজনীতি করেন না একবার এই দলের সাথে আঁতাঁত, আরেকবার ওই দলের সাথে আঁতাঁত প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো সব ক্ষেত্রে সুবিধাবাদী আচরণ থেকে তারা মুক্ত পদ-পদবী পাওয়ার জন্য তাদের রাজনীতি নয় তারা যেহেতেু ইসলামী শাসন বাস্তবায়নের জন্য রাজনীতি করে, তাই তারা বহু দল ও মতে বিভক্তও নয় এমন অবস্থা যখন তাদের মধ্যে আসবে, তখন দেশের ভোটাররা এমনিই তাদের অনুগামী হয়ে উঠবে অন্যথায় এসব সমীকরণ না দেশের কোনো ফায়েদা দেবে, না ইসলামের কোনো ফায়েদা দেবে

r মানুষ না খেয়ে থাকতে রাজি, কিন্তু ভোট না দিয়ে থাকতে রাজি নয় : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

দেশ রূপান্তর, ১৬ জুন ২০২৫

l বিএনপি নেতারা এখন তো অনেক গণতান্ত্রিক ও বিপ্লবীও বটে বড় থেকে ছোট, উঁচু থেকে সাধারণ হরেক রকম নেতাদের হুঙ্কার, দখলবাজি দেখে মনে হয় এখন দেশের প্রধানকর্তা তারাই এ গণতন্ত্রীদের যদি গত বছর জুলাইয়ের আগেও রাস্তায় দেখা যেত, তাহলে তাদের শক্তিমত্তার আসল পরিচয় পাওয়া যেত ফাঁকা মাঠে এখন তারা খুব ভালোই খেলছেন নির্বাচন, গণতন্ত্রের প্রতি যাদের এত দরদ, যারা নির্বাচনের এত প্রয়োজন অনুভব করেন, তারা এত বছর  কোথায় ছিলেন? এখন পরিস্থিতি নির্বাচনের অনুকূল হয়েছে এবং কাক্সিক্ষত ক্ষমতা লাভের আশা করছেন, তাই এত বড় বড় কথা বলছেন বিএনপির তো সে সুযোগ করে দেওয়া উচিত, যেন নির্বাচনের জন্য স্থায়ীভাবে সুষ্ঠু একটি ব্যবস্থাপনা হয়, টেকসই সংস্কার হয়, যেন যে যার মতো নামে মাত্র নির্বাচন করে ক্ষমতায় যেতে না পারে বিএনপি কি ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন বাতিলের দাবি করেছে? ঐ সময়ের নির্বাচন কমিশনারদের গ্রেফতার ও বিচারের দাবি তুলেছে? এ দাবির তো আদর্শ সময় এটাই ছিল বিএনপির বড় বড় উকিলরা কি রিট করেছেন? তারা রিট করলে সে নির্বাচনগুলো বাতিল করাতে পারত অনেক কিছুই অবৈধ হয়ে যেত ভবিষ্যতে কেউ এ ধরনের নির্বাচন করতে দুবার ভেবে দেখত সেগুলো নিয়ে তাদের কোনো কথা নাই কীভাবে তারা আবার ক্ষমতায় আসবে এবং বাংলাদেশকে গতানুগতিক ধারায় নিয়ে আসবে সে অপেক্ষায় আছে জনগণের সাথে তাদের কতটুকু সম্পর্ক আছে তা তো জনগণের সাথে কথা বললেই বোঝা যায় না মানুষ কি খাবার চায়, না ভোট চায় সেটার বাস্তবতাও সামনে আসবে

r রেললাইনে বসে আড্ডা, প্রাণ গেল তিনজনের

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় রেললাইনের পাশে পাঁচ বন্ধু বসে গল্প করছিলেন হঠাৎ একটি ট্রেন চলে এলে তিনজন কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়

আমার দেশ, ১৯ জুন ২০২৫

l এখনকার আড্ডাও তো ডিজিটাল একসাথে বসে একজনের পিঠের সাথে আরেকজন পিঠ লাগিয়ে স্যোশাল মিডিয়ায় ডুব দেওয়া সত্যিকারের আড্ডা হলে তাদের তো খবর হত কখন রেল আসছে উঠতি বয়সী এই যুবকদের মৃত্যু আমাদের সমাজব্যবস্থার আয়না ডিজিটাল ডিভাইস ও সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত আসক্তি বর্তমান প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে তার একটি সামান্য নমুনা এগুলো

r চ্যাটজিপিটি কি আমাদের চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে, অবাক করা তথ্য দিল এমআইটির গবেষণা

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এক নতুন গবেষণা বেশ উদ্বেগজনক তথ্য দিয়েছে গবেষকেরা দেখেছেন, চ্যাটজিপিটি ব্যবহার করে যাঁরা লেখালেখি করছেন, তাঁদের মস্তিষ্কের কার্যকলাপ কমে যাচ্ছে পাশাপাশি কমে যাচ্ছে চিন্তাভাবনার ক্ষমতা

প্রথম আলো, ১৯ জুন ২০২৫

l এতে অবাক হওয়ার কিছু নেই স্মার্টফোন আসার আগে শুধু বড়রাই না, প্রতিটি বাসার শিশুও আপনজনের অফিস ও বাসার ফোন নম্বর মুখস্থ বলতে পারত একেকজনের অনেকগুলো নম্বর মুখস্থ থাকত এখন কে কয়টা ফোন নম্বর মুখস্থ জানে? বরং অসংখ্য লোক এমন আছেন, যার নিজের নম্বরও মুখস্থ থাকে না মেশিন নির্ভর জীবন মেধাশক্তি ও চিন্তাশক্তিকে কমিয়ে দেবে এটাই তো স্বাভাবিক একথা বোঝার জন্য বিশেষজ্ঞ গবেষকের প্রয়োজন আছে বলে মনে হয় না মেশিন ও প্রোগ্রাম সফটওয়ার আবিষ্কারকরা তাদের ব্যবসার জন্য সেটি করে থাকে আর পৃথিবীর মানুষ চোখ বন্ধ করে তা লুফে নেয় এর দীর্ঘ মেয়াদি লাভ-ক্ষতি বিবেচনায় নেয় কয়জন? এআই ভবিষ্যতে আর কী কী কাণ্ড ঘটাবে তা দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করা লাগবে না

r কেউই চায় না দুর্নীতি বন্ধ হোক : ফাওজুল কবির খান

এ দেশের রাজনীতিবিদ-আমলা-কেউই চায় না দুর্নীতি বন্ধ হোক অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা বলেছেন তিনি আরও বলেন, অপচয়ের পরিসীমা নেই এসব যেন ভবিষ্যতে আর না ঘটে, সেদিকে নজর দেওয়া হচ্ছে

প্রথম আলো, ২১ জুন

l স্পষ্টভাষী এবং নীতিবান হিসেবে প্রসিদ্ধ উপদেষ্টা যে হক কথা বলেছেন, দেশের ভুক্তভোগী জনগণের তো এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের সরকার এ বিষয়ে কি ন্যূনতম পদক্ষেপও নিতে পারতেন না? তিনি অবশ্য সরকারে যোগ দিয়েছেন একটু দেরিতে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর তো একটা বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করতে পারতেন তারা যদি ফ্যাসিবাদের দোসর সকল দুর্নীতিবাজ সচিবদের একসাথে অবসরে পাঠিয়ে দিতেন, তবুও তো একটা নজির তৈরি হত অন্যরা কিছুটা হলেও ভয় পেত এখন তো যেই লাউ, সেই কদু থেকে যাচ্ছে আমলারা তো আগের মতোই লুটেপুটে খাচ্ছে এরপর যখন রাজনৈতিক সরকার আসবে, তখন শুরু হবে লুটপাটের নতুন সয়লাব বাঙালি জাতি দুর্নীতি ও লুটপাটের এ বোঝা আর কতদিন বহন করে চলবে?

r গণ-অভ্যুত্থানের ঘটনায় প্রথম কোনো মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে ২৯ জুন গণ-অভ্যুত্থানের পর এটিই প্রথম মামলা, যার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হতে যাচ্ছে

প্রথম আলো, ২২ জুন ২০২৫

l অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে এগারো মাস হতে চলল এটি খুবই দুঃখজনক বিষয় যে, প্রায় বছরখানেক সময়ের মধ্যেও তারা বিগত ফ্যাসিবাদের দোসরদের কোনো অপরাধের বিচার করতে পারেনি  এমনকি কোনো মামলার অভিযোগও গঠিত হয়নি সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদের ব্যর্থতার জন্য এরচে বড় নজির আর কী হতে পারে?

rমুজিবীয় শুভেচ্ছা’ জানানোর পর ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলো, ২২ জুন ২০২৫

l শুধু এক ছাত্রদল নেতা নয়, এখন বিএনপির অনেক নেতা-নেত্রীকে এমন দেখা যায় আসল কথা হচ্ছে, বর্তমান প্রজন্মের ছাত্রদল, যুবদল, বিএনপি নেতারা তো জিয়ার বিএনপি দেখেনি, তাদের অনেকেই খালেদা জিয়ার শাসন আমলও বুঝে-শুনে দেখেনি, তো এরা জিয়ার আদর্শ বা শেখ মুজিবুর রহমানকে জানবে কী করে? বিএনপির কি কোনো রাজনৈতিক একাডেমি আছে? নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে?

 

 

 

প্রতিবেশী

r পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করল ভারত

প্রথম আলো, ১ জুন ২০২৫

l ভারতের সরকার ও সেনাপ্রধান এবং প্রথম আলোর মতো পত্রিকাগুলো স্বীকার করতে দেরি করলেও এখবর বিশ্ববাসীর কাছে পুরোনো হয়ে গেছে আগ বাড়িয়ে যুদ্ধে নেমে পড়া নরেন্দ্র মোদী তার দেশের জন্য যে জঘন্য বিপর্যয় ডেকে এনেছেন, তা আর কয়দিন রাখঢাক করে রাখা যাবে? মোদী সারা ভারত চষে বেড়াচ্ছেন আর নিজের মিথ্যা বিজয়ের কথা প্রচার করছেন সেসব শুনে তার দেশের লোকজনই তাকে তিরস্কার করছে

r নরেন্দ্র মোদি নেতানিয়াহুর ‘সস্তা ভার্সন’: বিলাওয়াল ভুট্টো

ইত্তেফাক, ৪ জুন ২০২৫

l শুধু সস্তা ভার্সনই নয়; বরং মাসতুতো ভাইও বটে কুরআন মাজীদেও পৌত্তলিকদের ইহুদীদের সাথে মেলানো হয়েছে আল্লাহ তাআলা বলেছেন

لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الْیَهُوْدَ وَالَّذِیْنَ اَشْرَكُوْا .

তুমি অবশ্যই মুসলিমদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠোর পাবে ইহুদীদেরকে এবং সেই সমস্ত লোককে, যারা মুশরিক সূরা মায়েদা (৫) : ৮২

 

আন্তর্জাতিক

r হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

প্রথম আলো, ২৩ মে ২০২৫,

ইসরায়েলের সমালোচনা করায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থীকে স্নাতক অনুষ্ঠানে নিষিদ্ধ করল এমআইটি

প্রথম আলো, ৩১ মে ২০২৫

l ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় আসার পর অনেক তেলেসমাতিই দেখাচ্ছেন কোনো নীতিতেই তিনি অটল থাকতে পারছেন না নিজেই নীতি বানাচ্ছেন, নিজেই লঙ্ঘন করছেন বিভিন্ন দেশের ওপর ট্যাক্স বসিয়েছেন আবার প্রত্যাহার করেছেন চীনের সাথে খুব বাহাদুরি দেখিয়েছেন আবার আলোচনায় বসতে বাধ্য হয়েছেন ইলন মাস্ককে নিজের উপদেষ্টা বানিয়েছেন আবার তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন এখন শিক্ষা নিয়েও তিনি আমেরিকার তথাকথিত শ্রেষ্ঠত্ব দেখাতে চাচ্ছেন সেসব প্রতিষ্ঠানে বিভাজন বৈষম্য তৈরি করছেন এর ওপর কতটুকু অটল থাকতে পারবেন, সময়ই বলে দেবে তবে তারা যতই দমিয়ে রাখতে চেষ্টা করুক, কিছু ভালো মানুষ পুরো দুনিয়াতেই আছে, যাদের বিবেক আছে, যারা অন্তর দিয়ে চিন্তা করে, মজলুমের কষ্ট যারা দেখতে পায়, চাইলেই তাদেরকে দামিয়ে রাখা সম্ভব নয়

r সিনিয়র অভিনেত্রী আয়েশা খানের এক সপ্তাহ পুরোনো মৃতদেহ তার ফ্লাট থেকে উদ্ধার করা হয়েছে

খবরে বলা হয়, পাকিস্তানের জ্যেষ্ঠ অভিনেত্রী তার ফ্ল্যাটে একা বাস করতেন সেখানেই তিনি মৃত্যুবরণ করেন আশপাশে দুর্গন্ধ ছড়ানোর পর পড়শিরা পুলিশে খবর দিলে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে তারা জানায়, এটি সপ্তাহখানেক আগের লাশ

দৈনিক জঙ্গ, ২০ জুন ২০২৫

l এ হচ্ছে রঙিন দুনিয়ার সেলিব্রেটিদের জীবনের নমুনা আয়েশা খানের ঘটনা কোনো খণ্ডচিত্র নয়; বরং হরহামেশাই ওই জগতের লোকদের আত্মহত্যা, বারবার বিবাহ বিচ্ছেদ, পারিবারিক কলহ ইত্যাদির খবর গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে অথচ এদের নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিয়ন মিলিয়ন অনুসারী থাকে এসব থেকে শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু 

গ্রন্থনা : ওয়ালিউল্লাহ খান

 

advertisement