Zilqad 1446   ||   May 2025

এসো মুদ্রিত কিতাবের ভুবনে

Mawlana Abul Bashar Md Saiful Islam

যবে কিতাব খুলি

যেন খুলে যায় কপাট বুকের

পাতা ওলটানোর ধ্বনি

তোলে কলরোল আবেগের

কিতাবের পাতায় বুলাই হাত

আহা সে কি রোমাঞ্চ!

আমোদিত করে মন-প্রাণ

কী মধুর গন্ধ!

আহা কিতাব ভাবের গ্রন্থ!

রাখি চোখে মুখে

করি চুম্বন আবেশে

মেলাই প্রাণ কিতাবের প্রাণে

হারাই তার অতলে নিমিষে

কি যে মণি মুক্তা তার উদরে

কী যে সুধা প্রাণের

ভেসে যাই আলোর জোয়ারে

কুড়াই রসদ মন মগজের

কিতাব জ্যান্ত স্পৃশ্য

সে কী মনোহর দৃশ্য!

পাঠকের প্রাণরসে সিক্ত

মূর্ত যে নিত্য

এহেন বই গ্রন্থ ছাড়ি`

নেট রাজ্যের বিহারী

পাইবে কি প্রাণের সুধা

নিবারিতে তার মনন ক্ষুধা?

এসো হে জ্ঞান তিয়াসী

বইয়ের মূর্ত ভুবনে!

নেটের অস্থির স্রোতে না ভাসি

বিরাজো আলোর গগনে

 

advertisement