শাওয়াল ১৪৪৫ || এপ্রিল ২০২৪

আদনান - উত্তরা

৬৪২৪. প্রশ্ন

আমাদের কোম্পানির এমডি স্যার অনেক সম্পদশালী। তিনি নিজে কয়েকবার হজ¦ করেছেন। কয়েক বছর যাবৎ তিনি কোম্পানিতে চাকরিরত যে কোনো একজনকে তার পক্ষ থেকে নফল বদলি হজে¦ পাঠান। আলহামদু লিল্লাহ, এবছর হজে¦ যাওয়ার জন্য আমার নাম প্রস্তাবে এসেছে। আমার ওপর হজ¦ ফরয নয়। কিন্তু আমার একটি খটকা আছে, আমি একটি মাসআলা শুনেছি, নিজে হজ¦ করতে একেবারে অক্ষম হয়ে গেলেই নাকি বদলি হজ¦ করানো যায়? আমাদের এমডি স্যার সুস্থ সবল মানুষ, তাঁর জন্য কি বদলি হজ¦ করানো জায়েয হবে; যদিও তা নফলই হোক না কেন? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

ফরয হজ¦ নিজে করার সক্ষমতা থাকলে অন্যকে দিয়ে বদলি হজ¦ করানোর সুযোগ নেই। কিন্তু নফল হজে¦র হুকুম এর থেকে ভিন্ন। কেউ শারীরিকভাবে সক্ষম ও সামর্থ্যবান হলেও তার জন্য নিজের পক্ষ থেকে অন্য কাউকে নফল হজে¦ পাঠানো জায়েয আছে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে নফল হজে¦ যেতে পারবেন। এতে কোনো অসুবিধা নেই।

-আলমাবসূত, সারাখসী ৪/১৫২; আয্যাখীরাতুল বুরহানিয়া ৩/১৪০; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৬৪৮; আলবাহরুল আমীক ৪/২২৫৮; রদ্দুল মুহতার ২/৫৯৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন