শাওয়াল ১৪৪৫ || এপ্রিল ২০২৪

আমান উল্লাহ - রাজশাহী

৬৪০৯. প্রশ্ন

হুজুর, আমার কয়েকটা ছাগল আছে। এগুলোর দুধ বিক্রি করেই আমি সংসারের খরচ জোগাড় করি। দুধ দোহনের সময় কখনো কখনো সেগুলো মল ত্যাগ করে। অনেক সতর্কতা সত্ত্বেও দেখা যায়, হঠাৎ এক-দুইটা বিষ্ঠা দুধের বালতিতে পড়ে যায়। আমি সঙ্গে সঙ্গেই তা উঠিয়ে ফেলে দেই। তো এক্ষেত্রে কি আমার জন্য সেই দুধ বিক্রি করা বৈধ হবে?

 

উত্তর

দুধ দোহনকালে অল্প বিষ্ঠা বালতিতে পড়ামাত্র যদি বিলম্ব না করে তৎক্ষণাৎ উঠিয়ে ফেলা হয়, তাহলে সে দুধ নাপাক গণ্য হবে না; বরং তা পবিত্র গণ্য হবে। তা পান করা কিংবা বিক্রি করা জায়েয আছে। কিন্তু যদি দুধে বিষ্ঠা বেশি পরিমাণে পড়ে, কিংবা অল্প পরিমাণে পড়ার পর তৎক্ষণাৎ না ওঠানো হয়, বরং বিলম্বে ওঠানো হয়, যার ফলে বিষ্ঠার রঙ দুধে প্রকাশ পায়, অথবা তা ফেটে যায়, তাহলে সে দুধ নাপাক গণ্য হবে। এক্ষেত্রে তা পান করা বা বিক্রি করা কোনোটাই জায়েয হবে না।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ১৭; ফাতাওয়া খানিয়া ১/২৭; শরহুল মুনইয়া, পৃ. ১৬১; আদ্দুররুল মুখতার ১/২২১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন