জুমাদাল উলা-জুমাদাল আখিরাহ ১৪৪৫ || ডিসেম্বর ২০২৩

ইয়াছিন আরাফাত - কেরানীগঞ্জ, ঢাকা

৬৩৩৩. প্রশ্ন

গত জুমাবারে বাবার ইন্তেকাল হয়। তার ওপর হজ্ব ফরয ছিল। জীবনের শেষ দিকে ফরয হজ্ব আদায়ের বিভিন্ন চেষ্টা করলেও আর্থিক অবস্থা দুর্বল হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। তাই মৃত্যুর পূর্বে বদলী হজ্বের ওসিয়ত করে যান। কিন্তু তার পরিত্যক্ত সমুদয় সম্পত্তির এক তৃতীয়াংশ তথা আড়াই লক্ষ টাকা দ্বারা বাংলাদেশ থেকে হজ্ব আদায় সম্ভব হচ্ছে না। তবে উক্ত টাকা দিয়ে সৌদি থেকে কারো মাধ্যমে বদলী হজ্ব করানো সম্ভব হবে। তাই আমরা চাচ্ছি, সেখান থেকেই আমাদের এক আত্মীয়ের দ্বারা বাবার বদলী হজ্ব করাব।

জানতে চাই, এভাবে বদলী হজ্ব করানোর দ্বারা বাবার ফরয হজ্ব আদায় হয়ে যাবে কি নাজানিয়ে বাধিত করবেন।

উত্তর

বদলী হজ্বের ক্ষেত্রে জরুরি হল, যার বদলী হজ্ব করা হচ্ছে তার দেশ থেকে করা। তবে যদি তার রেখে যাওয়া সম্পত্তির এক তৃতীয়াংশ দ্বারা তার দেশ থেকে হজ্ব করানো সম্ভব না হয় তাহলে এই টাকা দিয়ে যেখান থেকে সম্ভব সেখান থেকে কাউকে দিয়ে হজ্ব করাবে। এতে তার বদলী হজ্ব আদায় হয়ে যাবে।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত টাকা দিয়ে সৌদি থেকে কারো মাধ্যমে বদলী হজ্ব করানোর দ্বারা আপনার বাবার বদলী হজ্ব আদায় হয়ে যাবে।

আলমুহীতুর রাযাবী ২/২৫৫; আযযাখিরাতুল বুরহানিয়া ৩/১৮৮; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৬৫৬; আদ্দুররুল মুখতার ২/৬০৪; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৪৪০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন