রবিউল আউয়াল ১৪৪৫ || অক্টোবর ২০২৩

হাসান মুহাম্মাদ - নোয়াখালী

৬২৯১. প্রশ্ন

আমার দাদা আমাদের এলাকার এক লোককে তার পক্ষ থেকে বদলী হজ্ব করার জন্য পাঠাতে চান। প্রথমে ঐ লোক এতে রাজি হচ্ছিল না। আবার দাদাও অন্য কারো মাধ্যমে বদলী হজ্ব করাতে চাচ্ছিলেন না। এরপর ঐ লোক হজ্বে যেতে রাজি হলে দাদা তাকে হজ্বের যাবতীয় খরচাদি বুঝিয়ে দেন। কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারি যে, ঐ লোক নিজে বদলী হজ্বে না গিয়ে অন্য একজনকে পাঠিয়েছে। এ ব্যাপারে একজন আলেমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সেই লোক নিজে না গিয়ে অন্যকে বদলী হজ্বে পাঠানোর কারণে নাকি এই হজ্বটি আমার দাদার পক্ষ থেকে আদায় হয়নি।

এ বিষয়টির সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

উত্তর

আপনার দাদা যেহেতু ঐ লোকটিকেই তার পক্ষ থেকে বদলী হজ্ব করতে বলেছেন এবং লোকটি তাতে সম্মত হয়ে তার থেকে হজ্বের খরচাদি গ্রহণ করেছে; তাই এক্ষেত্রে সে নিজে বদলী হজ্বে না গিয়ে অন্যকে পাঠানো জায়েয হয়নি। এবং এর দ্বারা আপনার দাদার বদলী হজ্ব আদায় হয়নি। কেননা বদলী হজ্বে প্রেরকের পক্ষ থেকে নির্ধারিত ব্যক্তিরই বদলী হজ্ব আদায় করা জরুরি। প্রেরকের অনুমতি ছাড়া তার জন্য অন্যকে দিয়ে করানো জায়েয নয়।

সুতরাং আপনার দাদা ঐ লোকটিকে যে টাকা দিয়েছিলেন তার ওপর আবশ্যক হল তা ফিরিয়ে দেওয়া। আর আপনার দাদার ওপর হজ্ব ফরয হয়ে থাকলে আবার কারো মাধ্যমে তা আদায় করে নিতে হবে। ­

Ñআলমুহীতুর রাযাবী ২/২৬০; আততাজনীস ওয়াল মাযীদ ২/৫১; আলবাহরুর রায়েক ৩/৬৪; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৪৪৪; জাওয়াহিরুল ফিক্হ ৪/২১০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন