মাওলানা উবায়দুর রহমান - ধামরাই, ঢাকা
৫৩৬৩. প্রশ্ন
আমাদের মসজিদটি পুরাতন হয়ে ব্যবহারের অনুপযুক্ত হওয়ায় আমরা মসজিদটি পুনর্নির্মাণ করতে যাচ্ছি। কিন্তু আমাদের মসজিদের জায়গাটি সোজা বায়তুল্লাহর দিক থেকে প্রায় ১০ ডিগ্রি বাঁকা। সোজা বায়তুল্লাহর দিকে নির্মাণ করলে মসজিদটির দুই পাশে কিছু জায়গা খালি থেকে যায়। আর জায়গার সাথে মিল রেখে নির্মাণ করলে কেবলা দিক থেকে প্রায় ১০ ডিগ্রি বাঁকা করে নির্মাণ করতে হয় এবং মসজিদের ভেতরে সোজা কেবলা দিক হিসাব করে কাতারের দাগ টানলে অসুন্দরও দেখা যায়। শুনেছি সোজা বায়তুল্লাহর দিক থেকে ডানে-বামে প্রতি দিকে ৪৫ ডিগ্রি পর্যন্ত বাঁকা হয়েও নামায আদায় করলে নামায সহীহ হয়ে যায়। এমতাবস্থায় আমাদের মসজিদটি কীভাবে নির্মাণ করলে শরীয়তসম্মত হবে? জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
মসজিদ ইসলাম ও মুসলমানদের এক সুমহান নিদর্শন এবং সর্বশ্রেষ্ঠ ইবাদতের গুরুত্বপূর্ণ স্থান। পাশাপাশি এটি মুসলমানদের জন্য কেবলার দিকনির্দেশকও বটে। ফুকাহায়ে কেরাম কেবলার দিক নির্ণয়ের ক্ষেত্রে এলাকায় পূর্ব থেকে বিদ্যমান মসজিদসমূহের দিক অনুসরণ করতে বলেছেন। তাই নতুন কোনো মসজিদ নির্মাণ করতে হলে তা অবশ্যই যথাসম্ভব কেবলা দিক করেই নির্মাণ করা কর্তব্য। আপনাদের মসজিদটিও যথাসম্ভব কেবলা দিক করেই নির্মাণ করবেন। এক্ষেত্রে কিছু জায়গা বাদ পড়ে গেলে বা দেখতে কিছু অসুন্দর দেখা গেলেও ইচ্ছাকৃতভাবে কেবলা থেকে বাঁকা করা উচিত নয়।
উল্লেখ্য, যদিও কা‘বা থেকে দূরবর্তী লোকদের ক্ষেত্রে নামায সহীহ হওয়ার জন্য সরাসরি কিবলামুখী হওয়া শর্ত নয়, বরং ডানে-বামে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি পর্যন্ত বাঁকা হয়ে দাঁড়ালেও নামায সহীহ হয়ে যায়। কিন্তু কোনো মসজিদ নির্মাণ করতে এমনটি করা উচিত নয়। আর ঐ মাসআলাটি হল নামায আদায় হয়ে যাওয়া প্রসঙ্গে; মসজিদকে ইচ্ছাকৃত কিবলা থেকে বাঁকা করে নির্মাণ প্রসঙ্গে নয়। মসজিদ নির্মাণ করতে হবে যথাযথভাবে কিবলার দিক করেই। -
মসজিদ ইসলাম ও মুসলমানদের এক সুমহান নিদর্শন এবং সর্বশ্রেষ্ঠ ইবাদতের গুরুত্বপূর্ণ স্থান। পাশাপাশি এটি মুসলমানদের জন্য কেবলার দিকনির্দেশকও বটে। ফুকাহায়ে কেরাম কেবলার দিক নির্ণয়ের ক্ষেত্রে এলাকায় পূর্ব থেকে বিদ্যমান মসজিদসমূহের দিক অনুসরণ করতে বলেছেন। তাই নতুন কোনো মসজিদ নির্মাণ করতে হলে তা অবশ্যই যথাসম্ভব কেবলা দিক করেই নির্মাণ করা কর্তব্য। আপনাদের মসজিদটিও যথাসম্ভব কেবলা দিক করেই নির্মাণ করবেন। এক্ষেত্রে কিছু জায়গা বাদ পড়ে গেলে বা দেখতে কিছু অসুন্দর দেখা গেলেও ইচ্ছাকৃতভাবে কেবলা থেকে বাঁকা করা উচিত নয়।
উল্লেখ্য, যদিও কা‘বা থেকে দূরবর্তী লোকদের ক্ষেত্রে নামায সহীহ হওয়ার জন্য সরাসরি কিবলামুখী হওয়া শর্ত নয়, বরং ডানে-বামে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি পর্যন্ত বাঁকা হয়ে দাঁড়ালেও নামায সহীহ হয়ে যায়। কিন্তু কোনো মসজিদ নির্মাণ করতে এমনটি করা উচিত নয়। আর ঐ মাসআলাটি হল নামায আদায় হয়ে যাওয়া প্রসঙ্গে; মসজিদকে ইচ্ছাকৃত কিবলা থেকে বাঁকা করে নির্মাণ প্রসঙ্গে নয়। মসজিদ নির্মাণ করতে হবে যথাযথভাবে কিবলার দিক করেই।
-আহকামুল কুরআন, জাস্সাস ১/৯১; বাদায়েউস সানায়ে ১/৩০৮; শরহুল মুনইয়া, পৃ. ২১৮; আলবাহরুর রায়েক ১/২৮৫; ইমদাদুল মুফতীন, পৃ. ৩৫৫; ফিকহুন নাওয়াযিল ২/১৫১