রজব ১৪৪৫   ||   জানুয়ারি ২০২৪

প্রফেসর হযরত রাহিমাহুল্লাহ : বিশেষ আয়োজন

হযরত মাওলানা মুফতি তকী উছমানী

গত ১৭ রবিউল আখির ১৪৪৫ হিজরী মোতাবেক ২ নভেম্বর ২০২৩ ঈসাব্দে ইন্তেকাল করেছেন সর্বজন শ্রদ্ধেয় দ্বীনী ব্যক্তিত্ব হযরত প্রফেসর হামীদুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি। যিনি ছিলেন অসংখ্য মানুষের আলোর দিশা, পথপ্রদর্শক ও হাদী। অগণিত দুঃখী, অসহায়, দুঃস্থ মানুষের কাণ্ডারী। বিরল গুণাবলির অধিকারী এ বুযুর্গ রাহবার ব্যক্তিত্বের বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে দ্বীনী হালকাগুলোতে।

মাসিক আলকাউসার ও মারকাযুদ দাওয়াহর সাথে তাঁর সম্পর্ক ছিল হৃদয়ের। তিনি ছিলেন আমাদের খাস মুরব্বি। এ অসাধারণ কীর্তিমান আল্লাহওয়ালা ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই লেখালেখি, স্মারক ও পুস্তক রচিত হবে। তাঁকে নিয়ে লিখবেন নিকটজন ও বিশিষ্টজন। এটি অবশ্য সময় সাপেক্ষ বিষয়। সে বিবেচনায় মাসিক আলকাউসার চিন্তা করেছে, প্রফেসর হযরতের জীবনের চুম্বক অংশগুলো এখনই একত্র করে দেওয়া গেলে কেমন হয়। এরপরেই আয়োজনের প্রস্তুতি। হযরতের পরিবারবর্গ, নিকটাত্মীয় ও মুতাআল্লিকীনের লেখা, স্মৃতি ও অভিব্যক্তি জোগাড়ের চেষ্টা। কিছুদিনের মধ্যেই একগুচ্ছ লেখা হাতে এসে পৌঁছে, যা পত্রিকার দেড় গুণেরও বেশি। এরপর কিছু সম্পাদনা।

খুবই অল্প সময়ে প্রস্তুতকৃত এই সংকলনে লিখেছেন, প্রফেসর হযরতের পরিবারবর্গ ও একান্ত কাছের লোকজন। তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন কয়েকজন গুণী ও ইলমী ব্যক্তিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানীতে স্বল্প সময়ে হযরতের জীবনের ওপর একটি উপকারী সংকলন তৈরি হয়েছে। আশা করা যায়, পাঠকবৃন্দ এতে বিশেষভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ।

আলকাউসারের এ মাসের সংখ্যায় সাধারণত মাদরাসাওয়ালারা বিজ্ঞাপন দিয়ে থাকেন। যে কারণে মূল্যবৃদ্ধি ছাড়াই কিছু পাতা বাড়ানো হয়ে থাকে। সেসঙ্গে প্রফেসর হযরতের জীবনী ও স্মৃতি বিষয়ক লেখার পরিমাণ বেড়ে যাওয়ায় এবারের সংখ্যা নিয়মিত ৫৬ পৃষ্ঠার সাথে আরো ৪০ পৃষ্ঠা বাড়িয়ে মোট ৯৬ পৃষ্ঠা করা হয়েছে। তবুও নিয়মিত বিভাগগুলোর কিছু বাদ দিতে হয়েছে, কিছু কমাতে হয়েছে। তবে মূল্য অপরিবর্তিতই থাকছে।

সম্মানিত পাঠকবৃন্দ উপকৃত হলে আলকাউসারের প্রচেষ্টা সার্থক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর কবুল করেন। 

 

 

advertisement