শাওয়াল ১৪৩৮   ||   জুলাই ২০১৭

মুসাফাহার ভিত্তিহীন ফযীলত : কেউ যদি দিনে পঁচিশ জনের সাথে মুসাফাহা করে আর সেদিন মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে

কিছু কিছু মানুষকে বলতে শোনা যায়, কেউ যদি দিনে পঁচিশ জনের সাথে মুসাফাহা করে আর সেদিন মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।

এ কথার কোনো ভিত্তি নেই। নির্ভরযোগ্য কোনো বর্ণনায় তা পাওয়া যায় না। এটি আসলে একটি মনগড়া কথা। এগুলো বলা থেকে আমরা বিরত থাকব। সহীহ হাদীসে মুসাফাহার ফযীলত বর্ণিত হয়েছে, আমরা সেগুলোই বলব।

হাদীস শরীফে বর্ণিত হয়েছে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلاَّ غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا

দু’জন মুসলিম যখন সাক্ষাৎ করে এবং মুসাফাহা করে তখন তারা বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদেরকে মাফ করে দেওয়া হয়। -জামে তিরমিযী, হাদীস ২৭২৭; সুনানে আবু দাউদ, হাদীস ৫২১২

আরেক হাদীসে এসেছে-

এক মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে সালাম দেয় এবং মুসাফাহা করে তখন তাদের গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে যেভাবে (শীতকালে) গাছের পাতা ঝরে পড়ে। -আলমুজামুল আওসাত, তবারানী, হাদীস ২৪৫; মাজমাউয যাওয়ায়েদ, হাদীস ১২৭৬৬

সুতরাং আমরা মুসাফাহা বিষয়ে এসকল সহীহ হাদীস বলব এবং ভিত্তিহীন কথা বলা থেকে বিরত থাকব।

 

 

advertisement