যিলহজ্ব ১৪৩৭   ||   সেপ্টেম্বর ২০১৬

একটি বানোয়াট কিস্সা : প্লাবনের পর নূহ আ.-কে হত্যার ষড়যন্ত্র!

কোনো কোনো অসতর্ক বক্তার মুখে শোনা যায়- নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যারা কিস্তিতে ছিল তারা প্লাবনে তাদের স্বজনদের হারানোর কারণে নূহ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করল। কিন্তু কিস্তি থেকে নামার পর সবার ভাষা ভিন্ন ভিন্ন হয়ে গেল; একজনের কথা অন্যজন আর বুঝে না। ফলে তারা আর নূহ আলাইহিস সালামকে হত্যা করতে পারল না। এটি একটি বানোয়াট কিসসা, এর কোনো ভিত্তি নেই।

নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যারা কিস্তিতে ছিল, তারা সকলেই ছিল মুমিন এবং নূহ আলাইহিস সালামের উম্মত। তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং নূহ আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে বিশ্বাস করেছিল। এমতাবস্থায় তারা কীভাবে নূহ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করতে পারে?

তাছাড়া স্বচক্ষে প্লাবন এবং কাফেরদের পরিণতি দেখার পর নূহ আলাইহিস সালাম যে আল্লাহর সত্য নবী- এ বিশ্বাস আরো দৃঢ় হবে এবং ঈমান আরো বেশি মজবুত হবে। সুতরাং উপরোক্ত কথা যেমনি ভিত্তিহীন তেমনি অযৌক্তিকও বটে। আল্লাহ আমাদের অমূলক কথা বলা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। 

 

 

advertisement