রজব ১৪৩৭   ||   এপ্রিল ২০১৬

একটি ভুল ধারণা : সফর অবস্থায় কি সুন্নত নামায পড়া যাবে না?

কিছু কিছু মানুষের ধারণাÑ সফর অবস্থায় সুন্নত নামায পড়া যায় না। এ ধারণা ঠিক নয়।

হাঁ, মুকীম অবস্থার চেয়ে সফর অবস্থায় সুন্নত নামাযে কিছুটা শিথিলতা রয়েছে। তাই সফর অবস্থায় চলন্ত পথে, তাড়াহুড়োর সময় সুন্নত নামায ছেড়ে দেওয়া ভালো। কিন্তু সফরের শান্তিপূর্ণ অবস্থায় সুন্নত নামায পড়াই উত্তম। বিশেষত ফজরের সুন্নত সফর অবস্থায়ও অধিক গুরুত্ব রাখে। সুতরাং সফর অবস্থায় সুন্নত নামায পড়া যাবে নাঢালাওভাবে এমন মনে করা ঠিক নয়। 

 

 

advertisement