মুহাররম ১৪৩১   ||   জানুয়ারী ২০১০

শাআইর বিষয়ক লেখাটির জন্য আন্তরিক অভিনন্দন

আবু সালেহ মুহাম্মাদ মুসা, পল্লবী, ঢাকা-১২১৬

গত ডিসেম্বর সংখ্যায় মাসিক আলকাউসারে শাআইর বিষয়ক যে লেখাটি প্রকাশিত হয়েছে এজন্য কর্তৃপক্ষকে আন্তরিক শুকরিয়া জানাই। বলতে সংকোচ নেই যে, এ বিষয়টি ইতিপূর্বে আমার কাছে পরিষ্কার ছিল না। অনুমান করি, আরো অনেকেরই অনুভূতিও আমার মতো হবে। আসলে দ্বীনের অনেক বিষয়ই আমাদের মতো সাধারণ মানুষের কাছে অস্পষ্ট। আমি আলকাউসারের তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাঁর মূল্যবান আলোচনাটি আলকাউসারে প্রকাশের জন্য মাননীয় সম্পাদকসহ অন্যদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমাদের অনেকের মনেই ইসলামের প্রতি ভালোবাসা আছে এবং সর্বাবস্থায় নিজেদের ঈমান রক্ষার তাগিদও আমরা অনুভব করি, কিন্তু আলোচিত লেখাটি পড়ে এক ধরনের অজানা ভয় চেপে বসেছে যে, না জানি, অজ্ঞতার কারণে এমন কত কাজকর্ম আমরা করে ফেলি যার কারণে-আল্লাহ না করুন- ঈমানই ক্ষতিগ্রস্থ হয়ে যায়। আমি আলকাউসার কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন করব, আগামীতেও যেন ঈমানিয়তের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে তারা সর্বাধিক গুরুত্ব দেন। বিশেষত বর্তমান ফেতনা-ফাসাদের যুগে ঈমান হরণকারী যেসব চক্রান্ত মুসলিম সমাজে চলছে সে বিষয়ে আমাদের মতো সাধারণ মুসলমানদের সচেতন করেন। আল্লাহ তাআলা আপনাদের উত্তম বিনিময় দান করুন। আমীন।

 

advertisement